’সবাই কে https://wehacker01.blogspot.com এর পক্ষ থেকে পহেলা বৈশাখ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’১৪, এপ্রিল, ১৪২৫ বঙ্গাব্দ ।'শুভ নববর্ষ'

ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান

হাওর জঙ্গল মহিষের শিং, এই তিনে ময়মনসিং- প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো এক সময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে।ময়মনসিংহে রয়েছে প্রাচীন স্থাপনার অনবদ্য কীর্তি যার মধ্যে মুক্তাগাছার রাজবাড়ী, আলেকজান্দ্রা ক্যাসল, শশী লজ, সিলভার প্যালেস, রামগোপালপুর জমিদার বাড়ি ও গৌরীপুর রাজবাড়ী বিশেষ ভাবে জনপ্রিয়। তাছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদী, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি পর্যটকদের কাছে সমান ভাবে জনপ্রিয়। আর সব কিছু দেখা হয়ে গেলে মুক্তাগাছার মণ্ডা খেয়ে চলে আসতে পারেন আপনার গন্তব্যে।



EmoticonEmoticon